Subject Name: PRINCIPLES OF ACCOUNTING
( হিসাববিজ্ঞানের নিতি মালা )
ক- ভিবাগ: অতি সংখিপ্ত প্রশ্নবলি ( Brief Questions )
৯৯%
১) হিসাববিজ্ঞানকী?
উত্তর: কোন প্রতিষ্ঠানের অর্থে নৈতিক ঘটনাসমূহ সনাক্ত করণ, লিপিবদ্ধকরণ এবং উৎসাহি তথ্য সরবরাহকারীর নিকট সসরবরাহ করা এই তিন প্রক্রিয়াকে হিসাববিজ্ঞান বলে।
২) IACPA প্রদত্ত হিসাববিজ্ঞানের সংজ্ঞাটি লিখো।
উত্তর: IACPA প্রদত্ত হিসাববিজ্ঞানের সংজ্ঞাটি হলো- অন্তত আংশিক হলে ও আর্থিক প্রকৃতি বিশিষ্ট লেনদেন ও ঘটনাসমূহকে তাৎপর্যপূর্ণতা অর্থের অঙ্কে লিপিবদ্ধকরন, শ্রেনিবদ্ধ করন এবং ফলাফল বিশ্লেষন ককরার কৌষলকে হিসাববিজ্ঞান বলে।
৩) GAAP- এর পূর্ণরূপ লিখো।
উত্তর: GAAP- এর পূর্ণরূপ হলো- Generally Accepted Accounting Principles.
৪) GAAP- কী?
উত্তর: GAAP হচ্ছে সর্বজনস্বীকৃত হিসাব নীতিমালা। অর্থাৎ, যথেষ্ঠ পরিমাণ সামঞ্জস্যতা ও ভিত্তি আছে এরূপ নীতি সর্বজনস্বীকৃত নীতিমালা হিসেবে পরিগণিত।
৫) আন্তর্জাতিক হিসাব মান কমিটি কবে কোথায় গঠিত হয়?
উত্তর: ১৯৭৩ সালে লন্ডনে
৬) আধুনিক হিসাববিজ্ঞানের তিনটি 'C' কী কী?
উত্তর: আধুনিক হিসাববিজ্ঞানের তিনটি 'C' হলো: ব্যয়, রক্ষণশীল ও সামঞ্জস্য (Cost, Conservatism & consistency)
৭) ICAB-এর পূর্ণরূপ লিখ।
উত্তর: ICAB-এর পূর্ণরূপ হলো: The Institute of Charactered Accountants of Bangladesh.
৮) AAA -এর পূর্ণরূপ কি?
উত্তর: AAA -এর পূর্ণরূপ হলো American Accounting Association.
৯) AICPA-এর পূর্ণাঙ্গরূপ দেখাও।
উত্তর: AICPA - এর পূর্ণরূপ হলো: American Institute of Certified Public Accountants.
১০) GAP-এর অধীন চারটি অনুমানের নাম লিখ।
উত্তর: GAP-এর অধীন চারটি অনুমানের নাম নিম্নরূপ:
(i) Economic Entity;
(ii) Monetary Unit;
(iii) Times period;
(iv) Going Concern.
১১) IFRS-এর পূর্ণরূপ লিখ ।
উত্তর: IFRS-এর পূর্ণরূপ হলো-International Financial Reporting Standard.
১২) দু'তরফা দাখিলা পদ্ধতি কি?
উত্তর: প্রতিটি লেনদেনকে দ্বৈত সত্ত্বার ভিত্তিতে লিপিবদ্ধ করাকে দু'তরফা দাখিলা পদ্ধতি রলে।
১৩) হিসাবচক্র কি?
উত্তর: হিসাববিজ্ঞানের সামগ্রিক কার্যক্রমের স্তর বা ধাপসমূহের ধারাবাহিক কার্যক্রমকে হিসাবচক্র বলে।
১৪) আয় চিহ্নিতকরণ নীতি কি?
উত্তর: হিসাবকালে যখনই আয় অর্জিত হবে তখনই তা চিহ্নিত করার নীতিকে আয় চিহ্নিতকরণ নীতি বলে।
১৫) নীট মূল্য পদ্ধতি কী?
উত্তর: যে পদ্ধতিতে বাট্টা বাদ দিয়ে পণ্যের মূল্যায়ন করা হয় তাকে
১৬) বিপরীত দাখিলা কী?
উত্তর: সমন্বয় দাখিলার ঠিক উল্টা দাখিলাকে বিপরীত দাখিলা বলে।
১৭) FOB শিপিং পয়েন্ট বলতে কী বুঝ?
উত্তর: পণ্য পরিবহণের একটি শর্ত যেখানে উল্লেখ থাকে যে বিক্রেতা বহনকারক (জাহাজ) পর্যন্ত পণ্য বিনামূল্যে পৌছে দিবে এবং ক্রেতা পরিবহণ ব্যয় পরিশোধ করবে।
১৮) "ডেবিট" থেকে "ডেটর" কিভাবে আলাদা?
উত্তর: ডেবিট (Debit) থেকে ডেটর (Debtor) আলাদাকরণ- ডেবিট (Debit) হচ্ছে দাতা যে সুবিধা প্রধান করে এবং ডেটর হচ্ছে বিবিধ দেনাদার যা বাকিতে পণ্য সামগ্রী বিক্রয়ের মাধ্যমে সৃষ্টি হয়।
১৯) দুটি অস্পর্শনীয় সম্পত্তির নাম লিখ।
উত্তর: দুটি অস্পর্শনীয় সম্পত্তি হলো-১. সুনাম ও ২. প্রাথমিক খরচ।
২০) চলতি অনুপাতের আদর্শ মান কত?
উত্তর: চলতি অনুপাতের আদর্শ মান- 2:1।
দ্রষ্টব্য: আপনি যদি এই পোস্টটি সহায়ক বলে মনে করেন তবে দয়া করে একটি সুন্দর মন্তব্য করুন। আপনার যদি শিক্ষাগতভাবে কিছুর প্রয়োজন হয় তবে নির্দ্বিধায় আমার সাথে যোগাযোগ করুন।
Note: If you find this post helpful, please leave a nice comment.
If you need anything educationally, feel free to contact me.
হিসাববিজ্ঞানকী?; IACPA প্রদত্ত হিসাববিজ্ঞানের সংজ্ঞাটি লিখো;

0 Comments
Please do not enter any spam link comment box